নারীর অধিকার
লেখায়:- ফেরদৌস আহমেদ
বই :-কালের চিত্র
রঙ্গিন সুতায় না গাঁথিলে
ফুল হয় না মালা
সুতাও কভূ মালা হয় না
একলা, একলা।
ফুল সুতা দুয়ে মিলে
মালা তৈরি হয়
ফুল মালার অংশ হলে
সুতা কেন নয়?
হাজার পুরুষ বুকে গেঁথে
পতিতা হয় নারী
নারী রঙ্গিন সুতা হলে
পুরুষ ফুল বাহারি।
নারী পুরুষ দুইয়ে মিলে
পতিতা বৃত্তি হয়।
নারী শুধু পতিতা হবে
পুরুষ কেন নয়?
নষ্ট নারী হয় যদি ভাই
পাপের দোকানদার
মুখোশ পরা পুরুষরা সেই
পাপের খরিদ্দার।
পতিতা চিনি নিন্দা নিয়ে
সমাজ ছেড়েছে যারা,
আজও আমার হয়নি চেনা
পুরুষ পতিতা কারা!
ঘুনে ধরা সমাজের এ
কেমন অবিচার
একই কাজে নারী দোষী
পুরুষরা পায় ছাড়!
আমি যে ভাই নারী মাতার
দুধ করেছি পান
তাই তো গায়ে সয় না কোন
নারীর অপমান।
নারী আমার স্ত্রী কন্যা বোন
মা জননী তাই
কোমর বেঁধে নারীর পক্ষে
যুদ্ধ করে যাই।
যতদিন না পাবে তারা
পূর্ণ অধিকার
ততদিন না থামবে কলম
লিখবে ক্ষুরধার।