মন খারাপে আক্রান্ত
দিনগুলো যাচ্ছে কেটে, যা ইচ্ছে তাই
কেমন আছি সেটা বোঝার উপাই নাই
হঠাৎ করেই বর্ষা নামে চোখের কোণে
কারণ খুঁজে বৃথা হই আপন মনে
কখনো ঝরের বেগে হাঁসি হারায়
মলিন মুখে অকারণে কান্না বাড়ায়
মেঘলা আকাশের মত থাকি চুপ
অবাক হয়ে দেখি জীবনের রূপ
বজ্রপাতের মত করি চিৎকার
নিজে নিজেকে দেই ধিক্কার
কারণ গুলো খুঁজে হয়ে ক্লান্ত
উপলব্ধি করি মন খারাপে আক্রান্ত
-সুখহীন স্বপ্ন ভিখারিনী (– মোছাঃ রহিমা খতুন)