রৌদ্রময় সূর্যমুখী
মোস্তফা জামাল গুমুজি
অনন্ত গোধূলিতে,
তীরে তমালের ঘন ছায়া নেমে এলে,
আমি হবো তোমার রৌদ্রময় সূর্যমুখী।
ছায়ার গভীরে মিশে,
আমি খুঁজি আলো,
যেখানে তোমার দৃষ্টিতে
সকাল ফুটে ওঠে।
সাগরের নীলিমায়
ডুবে গেলে সন্ধ্যা,
আমি হবো রোদের প্রতিচ্ছবি,
তোমার হৃদয়ের আঙিনায়
একটি দুরন্ত আলোক রেখা।
তোমার নিঃশ্বাসে
জোনাকি রাতের সুর,
আমার অপেক্ষায়
উজ্জ্বল সূর্যোদয়।
আমি রৌদ্রময় সূর্যমুখী,
তোমার আলোয় বাঁচি,
তোমার ছোঁয়ায় ফুটে উঠি।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal