রমজানের ডাক
মোস্তফা জামাল গুমুজি
ইফতারি তে সাজে কত বাহার,
পোশাকেতে ঝলমলে বাজার,
কিন্তু মনে রেখো এ ক্ষণিক দিন,
জিকিরে ভরাও হৃদয়ের সিন।
সন্ধ্যা নামলে খেজুরের সাথে,
একটু সেজদা দিও রাতের রাতে,
আলোর ছোঁয়ায় জপো কালাম,
কত রমজান বাকি? কে জানে নাম!
হাত তুলো, ডেকে যাও রব,
মাফ চেয়ে নাও, করো না কলব,
জীবন তো ক্ষণিক, মুহূর্তও ফুরায়,
জিকিরের মালা লয়ে চল আয়।
রোজার শেষে না জানি আর,
আসবে কি রমজান আবার?
আজকে বসে গুনো না পাপ,
ভালোর পথে রাখো তোমার চাপ।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal