মা: সবচেয়ে বড় যোদ্ধা
মোস্তফা জামাল গুমুজি
মা এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা,
সন্তানের হাসিতে যে পায় শান্তির ফোয়ারা।
নিজেকে বিলিয়ে, রোদে-ঝড়ে-বাদলে,
লড়াই করে যায়, হৃদয় রেখে আগলে।
তপ্ত দুপুরে কপালে তার ঘাম,
কখনো ক্লান্তি নেই, নেই কোনো বিশ্রাম।
দুঃখের পাহাড় পেরিয়ে হাসির ছায়া,
মায়ের ভালোবাসা—সময়ের মায়া।
ক্ষুধার্ত রাতে নিজের অংশ বিলায়,
এক মুঠো খাবারে সন্তানের প্রাণ জড়ায়।
কান্নার শব্দে ঘুম ভেঙে যায়,
আদরে ছুঁয়ে, চোখের জল মুছে দেয়।
মা হলো সেই সেনানী, যে হারে না,
সন্তানের জন্য, সব বাধা ভুলে যায় যা।
সারা দুনিয়া তুচ্ছ তার ভালোবাসার কাছে,
মায়ের মতো যোদ্ধা আর কেউ কি আছে?
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal