ভালোবাসার নোঙর
মোস্তফা জামাল গুমুজি
স্বামীর মনে গভীর স্রোত,
ভালোবাসায় বাঁধে গাঁথন,
বিশ্বাসে রাখে জীবনের রথ,
স্ত্রীর হাসিতে পায় সে জীবন।
শান্ত মন, সহানুভূতির ঢেউ,
সমর্থনে থাকে পাশে সবসময়,
দায়িত্বে ভরা নির্ভরতার সেঁউ,
ভালোবাসায় গড়ে সুখময়।
বাবার কোলে সন্তানের নীড়,
ভালোবাসায় ভরা আশ্রয়,
শিক্ষায় দেয় জীবনের তীর,
স্বপ্নে ভাসে আলোর পরিচয়।
সহিষ্ণুতার পথে আদর্শ সে,
অনুপ্রেরণার দীপ্তি নিয়ে চলে,
ভালোবাসায় শাসন গড়ে,
জীবন আঁকে মমতার কলে।
ভালো স্বামী, ভালো বাবা —
এক হৃদয় দুই পরিচয়,
ভালোবাসায় বুনে যায় তারা
সুখের সংসার, মনের আবয়।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal