ভরসার আলো
**মোস্তফা জামাল গুমুজি**
ভরসা কি কেবলই কথা?
না কি এক অদৃশ্য সেতু,
যেখানে হৃদয় রাখে হাত,
নিশ্চিন্তে, নির্ভয়ে, অবিচল।
ভালোবাসা এক সাগর,
তবে তার ঢেউ ভিন্ন ভিন্ন,
ভাইয়ের ভালোবাসা এক রকম,
বন্ধুর ভালোবাসা আরেক ঢঙে।
বাবার স্নেহ ছায়ার মতো,
নিরাপদ, শীতল প্রশ্রয়।
আর শ্রদ্ধা?
তা তো সম্মানের স্বর্ণমন্দির!
আপনার স্থান হৃদয়ে গাঁথা,
ইনকামের পাঠ নয়,
তারও অনেক আগে থেকেই
বিশ্বাসের এক পবিত্র দৃষ্টি।
তোমার ছায়ায় ছিলাম আমি,
নিঃশ্বাসে ভরসা জমা।
তোমার কথায় ছিল সান্ত্বনা,
আমার দুঃখের সমাধা।
সেই প্রথম দেখার ক্ষণে,
জানতাম না কী পাবো,
কিন্তু সময়ের স্রোতে বুঝেছি—
তোমার পাশে শান্তি খুঁজে নেবো।
ভাইয়ের মতো হাতটা ধরে,
দিয়েছো শক্তি, দিয়েছো পথ,
তাইতো আমি শ্রদ্ধায় রেখেছি
তোমাকে হৃদয়ের অগোচর।
হারানোর ভয়? থাকুক দূরে,
ভালোবাসা থাকুক স্থির।
সময়ের ঘূর্ণিতে ভরসার গল্প
লিখবে ইতিহাস নিরবধি।
**৩১ মার্চ ২০২৫, সোমবার**
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal