নীরব বিদায়
মোস্তফা জামাল গুমুজি
তোমার আচরণে আঘাত পেয়েছি,
তবু কোনো অভিযোগ নয়,
চিৎকার করিনি, ব্যথার ভাষা
জানাইনি তোমার ভয়ে।
শুধু নীরবে সরে গেছি,
তবু রয়ে যাবে ছায়া,
তোমার জীবন থেকে নিঃশব্দে
নিয়ে নিলাম বিদায়।
তুমি হয়তো ভেবেছো,
এই খেলায় তুমি জয়ী,
কিন্তু সময়ের পাতায় উঠবে
নীরবতার শব্দময়ী।
এই নীরবতা প্রশ্ন রেখে
বাজবে তোমার অন্তরে,
তুমি হয়তো এড়িয়ে যাবে,
তবু থামবে না তার ধ্বনি রবে।
কারণ প্রতিবাদ গর্জনে নয়,
চলে নিঃশব্দ স্রোতে,
যতক্ষণ না অনুশোচনা
ছুঁয়ে যায় তোমার প্রহরে।
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal