নারীর মর্যাদা
মোস্তফা জামাল গুমুজি
নারীর প্রতি বিদ্বেষ যারা,
অন্ধকারে রাখে শাণিত ছোরা,
তাদের চোখে নেমে আসুক
প্রতিরোধের বজ্র ধ্বনি ঝড়া।
শব্দে শব্দে জ্বলে উঠুক,
প্রতিবাদের আলোক শিখা,
নারীর সম্মান রক্ষায় এবার
জেগে উঠুক প্রতিটি দিখা।
খাঁচায় বন্দি রাখার কৌশল,
গুঁড়িয়ে দাও, তোলো আওয়াজ,
সমতার ছোঁয়ায় রাঙিয়ে তুলি
সমাজ হোক মুক্তির সাজ।
বীর নারীরা, এগিয়ে চলো,
বাঁধন ছিঁড়ে তুমিই আলো,
বিশ্ব দেখুক, শক্তি তোমার,
তোমার হাতেই যুগের পালা।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal