অভাবের শহর
মোস্তফা জামাল গুমুজি
এই শহরে বাতাসে ভাসে অভাবের গন্ধ,
কারো বই খোলা থাকেনি কোনোদিন,
কারো চোখে জমে থাকা কান্না
কখনো কেউ দেখেনি বিন্দু বিন্দু।
ভাতের মাপে হিসেব চলে,
স্বপ্নগুলোও মেপে দেয় সময়,
ভালোবাসা যেন বিলাসিতা,
মনের দরজা সবসময় বন্ধ রয়।
রাস্তায় ছায়া হয়ে হাঁটে মানুষ,
কিন্তু মনুষ্যত্ব খুঁজে পাওয়া ভার।
সাহায্যের হাত নেই,
আছে কেবল চোখের ওপরে দেয়ালটা স্পষ্ট।
কে কাকে বোঝাবে,
কে কার পাশে দাঁড়াবে,
এই শহরে সবাই দৌড়ে চলে
নিজের অভাবের ছায়া পেছনে ফেলে।
২৫-০৩-২০২৫, মঙ্গলবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal